January 19, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

নগরীতে বিদেশি মদ, ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার : ট্রাক ও চালক আটক

দ. প্রতিবেদক
খানজাহান আলী থানাধীন আফিলগেট বাইপাস সড়কের মশিয়ালী রেলগেট সংলগ্ন এলাকায় পুলিশ ফুলতলাগামী ট্রাক থেকে ভারতীয় ১২ বোতল মদ, ৩৮ বোতল ফেন্সিডিল ও ৫০ গ্রাম গাঁজাসহ ট্রাক ও ট্রাকের চালক আলামিন (৩৪) কে পুলিশ আটক করেছে।
পুলিশ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শিরোমণি এপিবিএন এর সিনিয়র এএসপি গোপিনাথ তানজিলালের নেতৃত্বে একটি টীম সাতক্ষীরার ভোমরা ¯’লবন্দর থেকে ছেড়ে আসা (যশোর ট-১১-০১৩৫) ট্রাকটি গভীর রাতে আফিলগেট বাইপাস সড়কের মশিয়ালী রেলগেট সংলগ্ন এলাকায় আসলে ট্রাকটিকে গতিরোধ করে। ট্রাকটি তল্লাশি করে চালকের সিটের পেছনে কেবিনের মধ্যে থেকে ভারতীয় ১২ বোতল মদ, ৩৮ বোতল ফেন্সিডিল ও ৫০ গ্রাম গাঁজাসহ ট্রাকের চালক আলামিনকে আটক করা হয়।
এ ব্যাপারে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস বলেন, মাদক উদ্ধারের ঘটনায় এপিবিএন বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা করেছে (মামলা নং ৮, তাং ১৬/১০/২০)।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *