নগরীতে বিএনপির কল সেন্টারে পিপিই ও ফেস শিল্ড প্রদান
খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতুবরণকারীদের দাফন কাজে গঠিত টিমকে পিপিই ও ফেস শিল্ড প্রদান করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টায় নগরীর ৫৭, রূপসা স্ট্যান্ড রোডস্থ খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠিত ‘কল সেন্টারে’ পিপিই ও ফেস সিট প্রদান করেন নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
মঞ্জু বলেন, কোভিড-১৯ এ প্রতিদিন মৃত্যুর সংখ্যা ৩০ জনের কোটায় আছে, তেমনি আক্রান্ত সংখ্যাও কম নয়। খুলনা মহানগর বিএনপির কল সেন্টার শুধু আক্রান্ত ব্যক্তিদের সেবা দিচ্ছে না, তার পাশাপাশি মৃত্যু ব্যাক্তিদের দাফন-কাফন কাজে নিয়োজিত গঠিত টিমকে সুরক্ষার জন্য পিপিই প্রদান করেছে। এই দুর্যোগময় মুহুর্তে যারা এ কাজে দায়িত্ব পালন করছে তাদের ধন্যবাদ জানান তিনি। দলের সকল নেতা কর্মিদের সুরক্ষিত থেকে মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করারও আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, রেহেনা ঈশা, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, ইউসুফ হারুন মজনু, শামসুজ্জামান চঞ্চল, বদরুল আনাম খান, সিরাজুল ইসলাম লিটন, আবু তালেব, কাওসারী জাহান মঞ্জু, আলমগীর হোসেন প্রমুখ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ