নগরীতে বিআরটিসির ভুয়া কর্মকর্তা আটক
দ: প্রতিবেদক
ওয়েস্ট বেঙ্গল পরিবহন করপোরেশনের (ডব্লিউবিএসটিসি) বর্ডার ইনচার্জ এবং ঢাকা ও কলকাতার সড়ক ও পরিবহন কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে সৈয়দ সোহাগ হোসেন প্রেম নামের এক প্রতারককে আটক করেছে র্যাব। গত শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটে নগরীর রূপসা সেতুর নিচ থেকে তাকে আটক করে।
এ সময় ডব্লিউবিএসটিসি ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তার নামের সিল ও ৫টি জাল সনদ উদ্ধার করা হয়। আটক সোহাগ হোসেন প্রেম মেহেরপুর জেলা সদরের বোষপাড়া এলাকার সৈয়দ সরোয়ার হোসেনের ছেলে। সে নগরীর লবণচরা এলাকার হবি মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর এ এম আশরাফুল ইসলাম জানান, আটক ব্যক্তি নিজেকে ডব্লিউবিএসটিসি বাংলাদেশের বর্ডার ইনচার্জ এবং ঢাকা ও কলকাতার একজন সড়ক ও পরিবহন অফিসার পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। সে এলাকায় জালিয়াত চক্রের সক্রিয় সদস্য বলে জানা যায়। এ ব্যাপারে নগরীর লবণচরা থানায় মামলার প্রস্তুতি চলছে।