April 21, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

নগরীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় এনজিও কর্মকর্তা নিহত

দ. প্রতিবেদক
খুলনায় সড়ক দুর্ঘটনায় হাফিজুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার সকালে নগরীর শেখপাড়া বাগান বাড়ি জামে মসজিদ ও কেডিএ ভবনের সামনে এ দুর্ঘটনার ঘটে। তিনি এনজিও আশা ফুলবাড়িগেট শাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
সোনাডাঙ্গা থানার এসআই শান্তুনু জানান, শনিবার সকালে তিনি বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন। সকাল ৮ টায় তিনি শেখপাড়া বাগান বাড়ি জামে মসজিদের কাছে পৌঁছালে পিছন থেকে একটি বালুবাহী ট্রাক ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। এসময় তার মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলে মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ সংবাদ পেয়ে তার লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তিনি পাইকগাছা উপজেলার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তার আশা এনজিওর পরিচয় নম্বর ০৭৬৪৮। তবে ট্রাক বা ড্রাইভার কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

‌দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *