নগরীতে বাংলাদেশ চেস এরিনার জার্সি উন্মোচন
ক্রীড়া প্রতিবেদক
মুজিববর্ষ মার্সেল দ্বিতীয় বিভাগ চেস লীগ ২০২১ এ অংশগ্রহণের লক্ষ্যে সোমবার সন্ধ্যায় নগরীর বাগমারায় বাংলাদেশ চেস এরিনার জার্সি উন্মোচন করা হয়েছে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চেস ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মল্লিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি জয়বাংলা কলেজের সহযোগী অধ্যাপক মো: বদরুদ্দিন খান (সাবেক দাবাড়ু), খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার মো: সিরাজুল ইসলাম, কৃষিবিদ মোস্তাফিজুর রহমান ফিজার।
প্রতিষ্ঠাতা শাকিল আব্দুল্লাহ পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম আলী আকবর, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রকাশনা সম্পাদক তৌফিকুর রহমান, সাবেক দাবাড়ু আমিনুর রহমান, বাংলাদেশ চেস এরিনার খেলোয়াড় ও নেতৃবৃন্দ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ