নগরীতে বহুতল ভবন ও হাসপাতালে অগ্নি নির্বাপণ ব্যবস্থা যাচাই শুরু
১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ
দ: প্রতিবেদক
খুলনা মহানগরীর বিভিন্ন পয়েন্টে বহুতল ভবন ও হাসপাতালে অগ্নি নির্বাপণ ও প্রতিরোধ ব্যবস্থা যাচাই শুরু করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এর নির্দেশনা ও সার্বিক তত্ত¡াবধানে গতকাল মঙ্গলবার খুলনা মহানগরীর বিভিন্ন পয়েন্টে বহুতল ভবন ও হাসপাতালে অগ্নি নির্বাপণ ও প্রতিরোধ ব্যবস্থার উপর অগ্নি নির্বাপণ আইন ২০০৩ এর আওতায় ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা।
এসময় প্রতিষ্ঠানসমূহ অগ্নি নির্বাপণ এ কি ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে তার একটি প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটকে জানানোর নির্দেশনা প্রদান করা হয় এবং বিশেষভাবে সতর্ক করা হয়।
এছাড়াও গাজী মেডিকেল কলেজ সংলগ্ন ‘রিযিক হোটেল ও রেস্টুরেন্ট’ কে এবং হোটেল ক্যাসল সালাম এর দোতলায় ‘বিস্ট্রো- সি’ রেস্টুরেন্ট কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা লংঘনের অপরাধে অর্থদণ্ড প্রদান করা হয়। এ অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা।