নগরীতে ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা আটক
দ: প্রতিবেদক
নগরীতে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ১৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। আটককৃত মোঃ বিলাল শেখ (৩৮) রূপসা উপজেলার তিলক দক্ষিণ পাড়া এলাকার মোঃ মতিয়ার শেখ @ মতে পাগলার ছেলে। কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর থানাধীন জব্বার স্মরণী নতুন রেল ষ্টেশনের বিপরীতে রোজ রেস্টুরেন্ট’র সামনে থেকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে খুলনা থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।