নগরীতে ফার্মেসী ও সেমাই মিলকে ২৫ হাজার টাকা জরিমানা
দ. প্রতিবেদক
খুলনা মহানগরীর খালিশপুরে অভিযান চালিয়ে একটি ফার্মেসী ও একটি সেমাই মিলকে বিভিন্ন অপরাধে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়। আজ বৃহস্পতিবার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে তিনি জানান, খালিশপুর থানার বিআইডিসি রোডে নোংরা পরিবেশ থাকা, সেমাইয়ের প্যাকেটে মেয়াদ উল্লেখ না থাকায় সেলিনা সেমাই মিলকে ১০ হাজার টাকা, আলমনগর বাজারে কবির মেডিকেল হলকে ডাক্তার ছাড়া প্রেসক্রিপশন লিখে ওষুধ বিক্রয়, ডাক্তার ছাড়া রোগী দেখাসহ সেবা গ্রহীতার জীবন বিপন্ন হতে পারে এমন কার্য করায় ১৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। এতে সহযোগিতা করেন ৩, এপিবিএন ও ক্যাব প্রতিনিধি খুলনা।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ