নগরীতে পোষা কুকুর পিটিয়ে হত্যা, একজনকে অর্থদণ্ড
দ: প্রতিবেদক
খুলনায় নিজের পোষা কুকুর পিটিয়ে হত্যার অভিযোগে একজনকে অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। গতকাল সোমবার খুলনার বিজ্ঞ মূখ্য মহানগর হাকিম কনিকা বিশ্বাস এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত শেখ জাহিদুল ইসলাম লিকু নগরীর বয়রা এলাকার বাসিন্দা।
বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন ‘প’ ফাউন্ডেশন খুলনার বিভাগীয় প্রধান এ্যাডঃ নাজিয়া আহমেদ বর্ণা এবং আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাডঃ সমীর কুমার ঘোষ।
এ্যাডঃ নাজিয়া আহমেদ বর্ণা জানান, বিগত ৫ই ডিসেম্বর ২০১৮ ‘প’ ফাউন্ডেশন খুলনার জনৈক বয়রা নিবাসী শেখ জাহিদুল ইসলাম লিকু এর বিরুদ্ধে নিজের পোষা কুকুরকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যার অভিযোগে অত্র আইনের ৭ ধারায় সি আর ৫৯৬/১৮ মামলা দায়ের করে। সেই সূত্র ধরে আসামীর দোষ স্বীকারের ভিত্তিতে আদালত এই অর্থদন্ডের আদেশ প্রদান করেন।
তিনি আরও জানান, এটি খুলনায় প্রথম প্রানির প্রতি নিষ্ঠুরতা আইনের মামলা এবং প্রথম উক্ত আইনে দন্ড দেয়া হয়েছে।