January 11, 2025
আঞ্চলিক

নগরীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে যুবক নিহত

দ: প্রতিবেদক

খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাসুদ রানা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর নিরালা কবরস্থানসংলগ্ন দীঘিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুদ নগরীর সোনাডাঙ্গা থানার বসুপাড়া বাঁশতলা মোড় এলাকার মৃত আবদুল হকের ছেলে। পুলিশের দাবি, মাসুদ একজন মাদক ব্যবসায়ী ছিলেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর নিরালা দীঘিরপাড় কবরস্থান এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালায় সদর খানা পুলিশ। এসময় পুলিশের সঙ্গে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে মাদক বিক্রেতা মাসুদ রানা নিহত হন।

নিহত মাদক বিক্রেতা মাসুদের বিরুদ্ধে বিভিন্ন থানার একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশে এ ঊর্ধ্বতন কর্মকর্তা। এসময় ঘটনাস্থল থেকে একটি দেশি পাইপগান, একটি চাপাতি, একটি বড় ছোরা ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *