July 2, 2025
আঞ্চলিকলেটেস্ট

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৩

দ. প্রতিবেদক
খুলনা মহানগরীতে গত ২৪ ঘণ্টায় মাদক বিরোধী অভিযানে ১৩ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এসব ঘটনায় গত মঙ্গলবার সংশ্লিষ্ট থানায় ১১টি মামলা হয়েছে। মাদক বিক্রেতাদের থেকে ৮৯ পিস ইয়াবা এবং ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর ও মিডিয়া) কানাই লাল সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- সদর থানাধীন ডাঃ আলতাফ হোসেন সড়কের ভাড়াটিয়া কয়রার চৌকুনি এলাকার আঃ করিম মোল্যার ছেলে আল ইমরান (২৪), খালিশপুরের নয়াবাটি এলাকার মান্নান মীরের ছেলে মোঃ রাজু (৩৫), ৭৯/২২ হাজী ইসমাইল লিংক রোডের সজিত বালার পুত্র শিমিয়ান বালা (৩২), নতুন বাজার ৯২/৩২৭ মসজিদ গলির বাসিন্দা মৃত বজলুর রহমান মাতুব্বরের ছেলে মোঃ মোকাম আলী মাতুব্বর (৪৫), খালিশপুরের বাস্তুহারার ৩নং রোডের সুমনের বাড়ীর ভাড়াটিয়া ইউসুফ আলীর ছেলে মোঃ ইসমাইল (৩০), লবনচরার কৃষ্ণনগর শাহজালালপাড়ার মসজিদের পিছনের বাসিন্দা মোমিন মোল্যার ছেলে মোঃ খুর ইসলাম (৩৫), দৌলতপুরের পাবলা বাউন্ডরী রোডের বাসিন্দা মোঃ জাকির শেখের ছেলে মোঃ জাহিদুল শেখ (৩৬), খানজাহান আলী থানাধীন যোগীপোলের শেখ জালাল আহম্মেদের ছেলে শেখ জান্নাতুল ফেরদৌস (২২), বাগেরহাটের চিতলমারীর বড়গুনির আসাদ শেখের ছেলে মোঃ রাজু শেখ (২৮), গোপালগঞ্জের উরফি বড়বাড়ীর মোক্তার হোসেন গাজীর ছেলে গাজী রবিউল আলম টগর (৪৯), দাকোপের বটবুনিয়ার ওসমান ফকিরের ছেলে মোঃ মারুফ ফকির মিজান (৪০), বটিয়াঘাটার তেতুলতলা এলাকার মৃত দেলোয়ারের ছেলে মোঃ সাইদ মিয়া (৫৩), দাকোপের সরদারপাড়া বড়খালীর মৃত ছানোয়ার জমাদ্দারের ছেলে মোঃ রেজাউল জমাদ্দার (৩৯)।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *