নগরীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ সন্ত্রাসী আটক
দ: প্রতিবেদক
নগরীর খালিশপুরে মোঃ আলাউদ্দিন ওরফে আকাশ (৩০) নামে এক কুখ্যাত সন্ত্রাসীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা সোয়া ১১টায় পুরাতন কলোনীর বায়তুল ফালহা মোড় থেকে ১৫ পিস ইয়াবাসহ আকাশকে আটক করে খালিশপুর থানার পুলিশ।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারেফ হোসেন জানান, আটক আলাউদ্দিন আকাশের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানা, খুলনার সদর, দৌলতপুর, খালিশপুর ও সোনাডাঙ্গা থানায় অস্ত্র, ছিনতাই ও মাদকসহ ৭ টি মামলা রয়েছে। এর মধ্যে খুলনা থানার একটি মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী সে। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল। সে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করার জন্য ছদ্মনাম ব্যবহার করতো। সোমবার পুরাতন কলোনীর কোহিনুর মোড়স্থ আলাউদ্দিন আকাশের ডবিøউ-৮২ নং বাড়িতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে দেয়াল টপকে পালিয়ে। পুলিশ তাকে ধাওয়া করে বায়তুল ফালহা মোড় থেকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় খালিশপুর থানার উপ-পরিদর্শক মোঃ মাসুদ রানা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা নং-২৪।