নগরীতে পিকআপ চাপায় পথচারী নিহত
দ: প্রতিবেদক
খুলনায় মিনি পিকআপভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক পথচারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে মহানগরের আড়ংঘাটা থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে খানজাহান আলী (র.) সেতুগামী একটি ট্রাক বাইপাস রোড দিয়ে যাওয়ার সময় আফিলগেটগামী একটি মিনি পিকআপভ্যানকে চাপ দেয়। এসময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ দিয়ে যাওয়া অজ্ঞাতপরিচয় এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পরই পিকআপচালক ও হেলপার পালিয়ে যান।
আড়ংঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) সাগর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে পাঠায়।