নগরীতে পশু নির্যাতন মামলা, সিএমএম আদালতে প্রেরণ
দ: প্রতিবেদক
খুলনায় কুকুর মারার অপরাধে করা প্রথম মামলা নংঃ ৫৯৬/১৮ বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্টেটের আদালতে স্থানান্তর করা হয়েছে। গতকাল বুধবার বিজ্ঞ বিচারক আমিনুল ইসলাম এ মামলা স্থানান্তর করার নির্দেশনা দেন।
‘প’ ফাউন্ডেশন খুলনা সংঘের প্রতিনিধি প্রধান এ্যাডঃ নাজিয়া আহমেদ বর্ণা জানান, প ফাউন্ডেশন খুলনা সংঘের পক্ষে খুলনায় কুকুর মারার অপরাধে করা প্রথম মামলায় আদালতে আসামী শেখ জাহিদুল ইসলাম লিকু (৫০) হাজির হয়ে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিষ্টেট এর আমলী আদালত ‘ঙ’ অঞ্চল খুলনায় জামিন প্রার্থনা করলে আদালত জামিন মঞ্জুর করেন। এছাড়া মামলাটি বিচারের জন্য বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্টেটের আদালতে বদলী করেন। যার আগামী তারিখ ১০. ০৩. ১৯ইং।