নগরীতে পতাকা বিধিমালা লঙ্ঘনে জরিমানা
দ: প্রতিবেদক
খুলনার দৌলতপুরে পতাকা বিধিমালা ১৯৭২ লঙ্ঘনের অপরাধে এক মার্কেট কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা এ অর্থদণ্ড করেন।
জানা যায়, বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে দৌলতপুরের সেইফ এন সেভ সুপার শপের সামনের চত্বরে পাইপ দিয়ে বাংলাদেশের বেশ কয়েকটি পতাকা টানানো হয়। কিন্তু পতাকার আকার ও টানানোর সময়সহ বিধিমালা অনুসরণ না করায় মার্কেট কর্তৃপক্ষকে অর্থদণ্ড করা হয়। এছাড়া ওই সুপার শপ থেকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্ধারিত বাতিলকৃত ২১টি পণ্যের মধ্যে মজুদ করা প্রায় ৩২ হাজার টাকা মূল্যের সফট ড্রিংকস পাউডার জব্দ করা হয়।