নগরীতে নারী উদ্যোক্তাদের নেটওয়ার্কিং ইভেন্ট অনুষ্ঠিত
নগরীতে নারী উদ্যোক্তাদের নেটওয়ার্কিং ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার স্থানীয় একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আইসোশ্যাল,‘ব্রিটিশ কাউন্সিল ও বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (বিডব্লিউসিসিআই)’ যৌথ উদ্যোগে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করছে। সেই কাজের অংশ হিসেবে নারী উদ্যোক্তাদেরকে নিয়ে একটি নেটওয়ার্কিং ইভেন্টের আয়োজন করা হয়। আইসোশ্যাল এর প্রোগ্রাম প্রধান সাইদুজ্জামান পুলক এর পরিচালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সেলিনা আহমেদ। ইভেন্টে ব্রিটিশ কাউন্সিলের পক্ষে প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আব্দুস সবুর। নারী উদ্যোক্তাদের সাথে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন বাঁচতে শেখা’র নির্বাহী পরিচালক ড. এঞ্জেলা গোমেজ। অতিথিদের সাথে প্যানাল ডিসকাশনে আরও অংশগ্রহণ করেন বিডব্লিউসিসিআই এর খুলনা ডিভিশনাল প্রধান শামিমা সুলতানা শিলু, সাধারণ সম্পাদক লুতফুন হক পিয়া ও ব্যাংক এশিয়ার শাখা প্রধান আব্দুলাহ আল মাহমুদ। ইভেন্টের শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।