January 22, 2025
আঞ্চলিক

নগরীতে নকল স্বর্ণের বার রাস্তায় ফেলে প্রতারণা, দুইজন আটক

 

দ: প্রতিবেদক

খুলনায় নকল স্বর্ণের বার রাস্তায় ফেলে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার দুপুরে সোনাডাঙ্গা মডেল থানাধীন আবাসিক এলাকার ৩নং ফেজ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হরিণটানা থানাধীন রাজবাধ (হোগলাডাঙ্গা) এলাকার মোনতাজ গাজীর ছেলে মোঃ মনিরুল ইসলাম (৩৫) ও বটিয়াঘাটা থানাধীন দারোগার ভিটা এলাকার কামালের বাড়ীর ভাড়াটিয়া সেকেন্দার আলীর ছেলৈ জাহিদুল ইসলাম (৩৪)।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র এডিসি (সদর ও মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাডাঙ্গা মডেল থানাধীন আবাসিক এলাকার ৩নং ফেজ থেকে তাদের আটক করা হয়। এসময় ছয় কোনা বিশিষ্ট পয়সা আকৃতির নকল স্বর্ণের বার (সোনালী রংয়ের), যার ওজন ১৯ গ্রাম এবং শ্রী জুয়েলার্স অলংকার জগতে বিশ্বস্ত লেখা ৪টি সাদা প্যাড জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে খুলনা মহানগর এলাকায় নকল স্বর্ণের মাধ্যমে সাধারণ জনগণের সাথে প্রতারণা করে আসছে। তারা ৪ জন এই গ্র“পে কাজ করে আসছে। প্রথমজন ইজিবাইকে করে যাত্রী বহন করে নিয়ে আসে। অন্য দুইজন নকল স্বর্ণের বার টাকা দিয়ে মুড়িয়ে রাস্তায় অপেক্ষা করতে থাকে। এরপর ইজিবাইকটি কাছাকাছি আসলে তারা নকল স্বর্ণের বারটি রাস্তায় ফেলে দেয়। তারপর ইজিবাইক থামার পর যাত্রীদের মাধ্যে যে কোন কাউকে লোভ দেখিয়ে আসল স্বর্ণ বলে ১৫/২০ হাজার টাকায় বিক্রি করে সরে পড়ে। এই নকল স্বর্ষের বারটি তারা পিতলের চামচ কেটে ঘষে সমান করে তৈরি করে। এ ঘটনাায় তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *