নগরীতে দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু
দ: প্রতিবেদক
খুলনায় দেয়াল চাপা পড়ে ইমরান হোসেন নামে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ইমরান নগরীর খালিশপুরের আলমডাঙ্গার মনির হোসেনের ছেলে। গতকাল রবিবার বেলা দেড়টার দিকে খালিশপুর নিউজপ্রিন্ট মিল অভ্যন্তরে নর্থওয়েস্টার্ন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। প্রকল্পটিতে ইমরাম শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ইমরান নর্থ ওয়েস্টার্ন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন। রবিবার বেলা দেড়টার দিকে কাজ করার সময় পাশ্ববর্তী একটি দেয়াল তার মুখের উপর ধসে পড়ে। এতে সে গুরুতর জখম হলে সহকর্মীরা দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাব্বিরুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত ইমরান বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজে শ্রমিক ছিলেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।