নগরীতে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
দ. প্রতিবেদক
খুলনার জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ মোঃ মোক্তার হোসেন সরদার (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমির কুমার সরকার জানান, সোমবার বিকেল ৪টার দিকে নগরীর জিরোপয়েন্ট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন মাদক বিক্রেতা মোক্তার হোসেন সরদারকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে তার কাছে থাকা দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত মোক্তার সাতকীরা জেলার রামেরডাঙ্গা গ্রামের মৃত মোকছেদ সরদারের পুত্র। তার বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ