নগরীতে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
দ: প্রতিবেদক
খুলনায় দুই কেজি গাঁজাসহ আজাদ গাজী @ লিটন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে সাতক্ষীরা জেলার তালা থানাধীন বাগপাড়া (মাগুরা) গ্রামের আইজ উদ্দীন গাজীর ছেলে। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গতকাল মঙ্গলবার বেলা দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লবণচরা থানাধীন রূপসা ব্রিজের পশ্চিম পার্শ্বে বাসষ্ট্যান্ড সংলগ্ন মোস্তফার চায়ের দোকানের সামনে থেকে আসামীকে দুই কেজি গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে সাতক্ষীরা জেলার তালা থানায় মাদকের মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।