নগরীতে দিনমজুরের মরদেহ উদ্ধার
দ: প্রতিবেদক
খুলনায় আব্দুর রাজ্জাক শেখ ওরফে রজব (৩২) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে মহানগরীর নতুন বাজার বেড়িবাঁধ এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত আব্দুল মালেক শেখের ছেলে ও দিনমজুরের কাজ করতেন।
খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) গোপী নাথ সরকার জানান, দুপুরে বেড়িবাঁধ এলাকায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, ওই ব্যক্তির গলায় রশি দিয়ে শ্বাসরোধের চিহ্ন পাওয়া গেছে। তবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলেও জানান এসআই গোপী নাথ সরকার।