January 19, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

নগরীতে তালাবদ্ধ ঘরে শিশু মৃত্যুর ঘটনায় আদালতে মামলা, তদন্তে পিবিআই

দ. প্রতিবেদক
খুলনায় বাড়ি ভাড়ার টাকা না পেয়ে বাড়িওয়ালা কর্তৃক ভাড়াটিয়ার ঘরের দরজায় তালা ও বন্ধ ঘরে ছয় মাসের শিশু মৃত্যুর ঘটনায় আদালতে মামলা হয়েছে। সোমবার খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলা গ্রহণ করে আদালতের বিচারক ড. আতিকুস সামাদ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
এর আগে পানিতে ডুবে নিহত ছয় মাসের শিশু নেলিহার পিতা ইমদাদুল হক সাগর বাদী হয়ে মুখ্য মহানগর হাকিম ড. আতিকুস সামাদের আদালতে মামলা করেন। মামলায় বাড়িওয়ালা কুয়েত প্রবাসী নূর ইসলাম ও তার পিতা নওশের আলীকে আসামি করা হয়েছে।
মামলায় বাদী উল্লেখ করেন, মাত্র এক মাসের বাড়ি ভাড়া না পেয়ে বাড়িওয়ালার পিতা নওশের আলী তাদের ঘরে অনাধিকার প্রবেশ করে জীবননাশের হুমকি দেয়। ঘরে থাকা আসবাবপত্র ক্ষতিসাধন করে প্রধান গেটে তালা লাগিয়ে দেয়। ঘর তালাবদ্ধ থাকায় শিশু পানিতে ডুবে গেলেও তাকে হাসপাতালে নিতে পারেনি। যা চিকিৎসা কাজে বাধা ও হত্যার সামিল।
মামলায় আরো উল্লেখ করা হয়েছে, এ ব্যাপারে লবণচরা থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তাদের অভিযোগ গ্রহণ করে সাদা কাগজে স্বাক্ষর নেয়। পরে তারা জানতে পারেন, পুলিশ অভিযোগ গ্রহণ করেনি। আদালত বাদীর অভিযোগ পর্যালোচনা করে মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
এর আগে এক মাসের ভাড়া বাবদ বকেয়া মাত্র চার হাজার টাকা দিতে না পারায় গত ৮ জানুয়ারি সকাল ৯টায় খুলনা মহানগরীর লবণচরা থানার রিয়াবাজার এলাকায় কাঠমিস্ত্রী ইমদাদুল হকের ঘরে তালা মেরে দেন বাড়িওয়ালা। ১১ জানুয়ারি দুপুর ৩টায় ছয় মাসের শিশু কন্যা আজিজা তাসমিয়া নেলিহা বালতির পানিতে ডুবে গেলে ঘর তালাবদ্ধ থাকায় তাকে হাসপাতালে নিতে না পারায় তার মৃত্যু হয়। পরবর্তীতে এলাকাবাসী তালা ভেঙ্গে তাদের উদ্ধার করে। বাদীকে মামলা পরিচালনায় সহায়তা করে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনা শাখা।
এ বিষয়ে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনা জেলা শাখার কো-অর্ডিনেটর এ্যাড. মোমিনুল ইসলাম বলেন, আমরা সন্তানহারা অসহায় দরিদ্র পরিবারটির পাশে দাঁড়িয়ে বিনা খরচে আইনগত সহায়তা দিচ্ছি। বাদী ন্যায় বিচার পাবে বলে আমরা আশা করছি।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *