নগরীতে ডিবি’র অভিযানে ৬ মাদক ব্যবসায়ী আটক
দ: প্রতিবেদক
নগরীতে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার বেলা ১১টা ৫০ মিনিটে খুলনা সদর থানাধীন টুটপাড়া জোড়াকল বাজারস্থ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- টুটপাড়া জোড়াকল বাজার এলাকার মোঃ আনসার আলী শেখের ছেলে মোঃ রনি শেখ (৩৩), একই এলাকার মৃত কাশেম হাওলাদারের ছেলে শামীম হাওলাদার (৪৯), শামীম হাওলাদারের স্ত্রী মোছাঃ শাহিনুর বেগম (৪০), তাদের ছেলে মোঃ সেকত হাওলাদার (১৯), মৃত কাশেম হাওলাদারের আরেক ছেলে মোঃ কবির হাওলাদার (৫২) ও মোঃ মজিদ ঘরামীর ছেলে মোঃ হেলাল ঘরামী (২৮)।
পুলিশ জানায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছে। তাদের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।