নগরীতে ডিবি’র অভিযানে ৫৪০ পিস ইয়াবাসহ আটক ১
দ. প্রতিবেদক
খুলনা মহানগর ডিবি পুলিশের অভিযানে ৫৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মোঃ আনোয়ার হোসেন বাবু (২৪) খালিশপুর পিপলস নিউ কলোনী ৩য় তলা বিল্ডিং এর সৈয়দ মোঃ ইসমাইলের ছেলে। গতকাল বুধবার দুপুর আড়াইটায় তাকে আটক করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খালিশপুর থানাধীন পিপলস নিউ কলোনী ৩য় তলা বিল্ডিং এর দ্বিতীয় তলায় ১৬নং রুমের শয়নকক্ষের খাটের নীচ থেকে ৫৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে সে জানায় দীর্ঘদিন ধরে খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে খালিশপুর থানায় ১টি মাদকের মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে খালিশপুর থানার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।