নগরীতে ডিবি’র অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ আটক ১
দ: প্রতিবেদক
খুলনায় গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অভিযানে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত মোঃ লিটন শেখ (৩৯) খুলনা সদর থানা এলাকার মৃত শফিউদ্দিন শেখ @ শফি শেখের ছেলে। গতকাল সন্ধ্যা ৬টায় তাকে আটক করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা সদর থানাধীন হাজী মহাসিন রোড বাইলেন-১ এর মুখে রিপন ষ্টোরের সামনে থেকে ২৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে লবণচরা থানায় ১টি মাদকের মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।