December 22, 2024
আঞ্চলিক

নগরীতে ডিবি’র অভিযানে ২১ লিটার চোলাই মদসহ আটক

দ. প্রতিবেদক

নগরীতে ২১ লিটার দেশী তেরী চোলাই মদসহ একজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় সদর থানাধীন হেলাতলা রোড থেকে তাকে আটক করা হয়। আটক বসন্ত সাহানী (৬০) ওই এলাকার মৃত মৃত মতিলাল সাহানীর ছেলে। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা সদর থানাধীন হেলাতলা রোডস্থ ২১নং ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করে। সে দীর্ঘদিন ধরে চোলাই মদ ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় ১টি মাদকের মামলা রয়েছে। এ বিষয়ে তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *