January 22, 2025
আঞ্চলিক

নগরীতে ডিবি’র অভিযানে দেশী মদসহ আটক ২

: প্রতিবেদক

খুলনায় ৬২ লিটার দেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল বৃহস্পতিবার বিকালে খুলনা সদর থানাধীন ষ্টেশন রোডস্থ কালীবাড়ী মন্দির এলাকা থেকে আটক করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু তথ্য জানিয়েছেন।

আটকরা হলেনসোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকার মৃত দ্বীন মোহাম্মদ ছেলে মোঃ নুরে ইমরান সবুজ (৪৫) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানাধীন গুয়োবাড়ীয়া এলাকার মৃত মালেক গাজীর ছেলে মোঃ আবুল হোসেন গাজী (৩৭)

পুলিশ কর্মকর্তা শেখ মনিরুজ্জামান মিঠু জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬২ লিটার দেশী মদ উদ্ধার করা হয়। ব্যাপারে তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *