নগরীতে ডিবি’র অভিযানে গাঁজাসহ আটক ১
দ: প্রতিবেদক
খুলনায় ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক মোঃ রবিউল খান (৩০) সোনাডাঙ্গা থানাধীন আলামিন মহল্লার মোঃ কামরুল খানের ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় তাকে আটক করা হয়।
কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাডাঙ্গা মডেল থানাধীন আল-আমিন মহল্লার তৃতীয় গলি জুয়েল মোল্লার বাড়ীর সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ বিষয়ে তার বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।