নগরীতে ডিবি’র অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩
দ: প্রতিবেদক
নগরীতে পৃথক অভিযানে ৪৫০ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রবিবার পৃথক অভিযানে খালিশপুর, দৌলতপুর ও সোনাডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- খালিশপুর থানাধীন কাদের সরদারের বস্তির মোঃ আবুল শেখের ছেলে মোঃ রবি শেখ (৩৮), খালিশপুর হাউজিং এস্টেট নিউ কলোনীর মোঃ শরিফ খাঁ (৩০) ও সোনাডাঙ্গা থানাধীন ছাট বয়রা এলাকার কামরুল হক চৌধুরীর ছেলে ইয়ারুল ইসলাম চৌধুরী @ পিন্টু (৪১)।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, রবিবার বিকাল সাড়ে ৫টায় খালিশপুর থানাধীন পোর্ট স্কুলের গেটের সামনে থেকে ৪০০ গ্রাম গাঁজাসহ মোঃ রবি শেখকে, বিকাল ৪টায় দৌলতপুর থানাধীন নতুন রাস্তা মোড়স্থ পশুপতি ঘোষ ডেয়ারীর সামনে থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ শরিফ খাঁকে এবং সোনাডাঙ্গা মডেল থানাধীন ছোট বয়রা মার্কেট রোডস্থ নিজ বাসার সামনে থেকে ইয়ারুল ইসলাম চৌধুরীকে ১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় ৩টি মাদকের মামলা রয়েছে। এ বিষয়ে আসামীদের বিরুদ্ধে খালিশপুর, দৌলতপুর ও সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।