নগরীতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ নারী আটক
দ: প্রতিবেদক
খুলনায় ৫৮ পিস ইয়াবা ট্যঅবলেটসহ একজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত রাফেজা বেগম @ পারভীন (৪৫) সদর থানাধীন বাগমারা পূর্বপার্ট এলাকার মাসুদ সরদারের স্ত্রী। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করা হয়। কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (সদর ও পিআর) শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা সদর থানাধীন শের-এ-বাংলা রোডস্থ তালুকদার কমিউনিটি সেন্টারের বিপরীতে নির্জন নিরালা আবাসিক এলাকা, ১নং রোডের জিয়াউল হকের বাড়ীর সামনে হতে আসামীকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫৮ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় ৫টি মাদকের মামলা রয়েছে। এ বিষেেয় তার বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।