নগরীতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ আটক ২
দ: প্রতিবেদক
নগরীতে পৃথক অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দু’জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকরা হলেন সোনাডাঙ্গা ইউসেফ স্কুলের পিছনে কাউছার আলীর বাড়ীর ভাড়াটিয়া মোঃ রফিক শিকদার (৩০)। সে বরগুনার পাথরঘাটা থানার মৃত আলী আহম্মেদ শিকদারের ছেলে। আটক অপরজন দিঘলিয়া উপজেলার মহেশ্বরপুর এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে সৈয়দ আব্দুল বারিক @ ছোট্ট (৪০)। কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল রবিবার বেলা সোয়া ২টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাডাঙ্গা মডেল থানাধীন ইসলামীয়া কলেজ রোড মোড় (শেরের মোড়) বটতলার নীচে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রফিক শিকদারকে আটক করা হয়। আসামীর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
অপর এক অভিযানে রাত পৌনে ২টায় দৌলতপুর থানাধীন মহাসিন মোড়স্ত সেবা ফিজিও থেরাপী সেন্টারের সামনের এলাকা হতে সৈয়দ আব্দুল বারিক @ ছোট্টকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।