নগরীতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ আটক ২
দ: প্রতিবেদক
নগরীতে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকরা হলেন মোঃ ইকবাল হোসেন (৪৬) ও মোঃ লাকাত আলী (৩২)। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল খুলনা সদর থানাধীন মঞ্জুরুল ইমাম সড়ক এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইকবাল হোসেনকে আটক করে। আটককৃত আসামী তেরখাদা উপজেলার মৃত আঃ রাজ্জাক মুন্সির ছেলে। অপর এক অভিযানে খুলনা সদর থানাধীন জহুর চেম্বার (সিটি সেন্টার) এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ লাকাত আলীকে আটক করে। আটককৃত আসামী মেসার্স কুষ্টিয়া ফেবিক্স এর কর্মচারী। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে পুলিশ কর্মকর্তা জানান।