নগরীতে ট্রাকচাপায় রাজমিস্ত্রীর মৃত্যু
দ. প্রতিবেদক
খুলনায় ট্রাকের চাপায় এনামুল কবির (৫০) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে মহানগরীর লবনচোরার দারোগার লিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল মোক্তার হোসেন সড়কের বাসিন্দা। নিহতের স্ত্রী হোসনে আরা বলেন, আনুমানিক সকাল সাড়ে ছয়টায় ফজরের নামাজ পড়ে কাজে যাচ্ছিলেন এনামুল কবির। পথে বালু ভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থানেই তার মৃত্যু হয়।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খায়ের বলেন, রূপসা সেতুর দিক থেকে জিরো পয়েন্টের দিক যাওয়ার সময় হাইওয়ে সড়কের বাম পাশের দারোগার লিজ এলাকায় ভারী কোনো যান ট্রাক অথবা বাস এনামুল কবিরকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। তার সঙ্গে বাইসাইকেল ছিল। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে পাঠায়।