নগরীতে ট্যাক্সেস এমপ্লয়ীজ এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ট্যাক্সেস এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এসোসিয়েশন খুলনা বিভাগীয় পরিষদের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে রেল স্টেশন এলাকায় খুলনা কর অঞ্চলের কমিশনার প্রশান্ত কুমার রায় প্রধান অতিথি হিসেবে শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন খুলনা কর অঞ্চলের উপ-কর কমিশনার খোন্দকার তারিফ উদ্দিন আহমেদ (সদর দপ্তর, প্রশাসন) ও মোঃ শামসুজ্জামান, সহকারী কর কমিশনার অনাথ বন্ধু সাহা, এসোসিয়েশনের সভাপতি মোঃ করিমুল ইসলাম, সাবেক সভাপতি আল-ইমরান, সহ-সভাপতি মারুফ আহমেদ, সাধারণ সম্পাদক শেখ রাসেল, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহীনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিএম আরিফুজ্জামান, বিপ্লব ব্যানার্জী, আতাউর রহমান, মোঃ মোর্শেদ আলী, সিরাজুল ইসলাম, বিজয় দাস, ইফতেখার আলম, মোঃ লাল চাঁদ, মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।