November 29, 2024
আঞ্চলিক

নগরীতে জ্বালানি তেলবাহী লরিতে আগুন

 

 

দ: প্রতিবেদক

খুলনায় জ্বালানি তেলবাহী লরিতে আগুন লেগেছে। গতকাল বুধবার দুপুরে রূপসা বাইপাস সড়কের মোস্তর মোড়ে অগ্নিকাণ্ড ঘটে। খুচরা দোকানে তেল বিক্রির সময় লরিতে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন বা স্পার্কিংয়ের কারণে আগুনের সূত্রপাত হতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে যমুনা অয়েলের তেলবাহী লরিতে (চট্ট মেট্রো ৪১-০১৭৪) সোনাডাঙ্গা বাইপাস ও জয়বাংলার মোড়ের অদূরে থাকাকালীন আগুন লাগে। লরিতে তেল থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন দ্রুত নিরাপদ দূরত্বে সরে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। কয়েকটি তেলের ড্রাম ও মালামাল পুড়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, রূপসা বাইপাস সড়কের মোস্তর মোড়ে খুচরা দোকানে তেল বিক্রির সময় যমুনা অয়েলের তেলবাহী লরিতে আগুন লাগে। লরিতে পেট্রোল বা অকটেন ছিল। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *