নগরীতে জমি সংক্রান্ত বিরোধে তিনজনকে কুপিয়ে জখম
দ. প্রতিবেদক
খুলনায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তিনজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। সোমবার বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের খান বাহাদুর হলের পেছনে এ ঘটনা ঘটে। আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন- নগরীর ২৪, হাজী ইসমাইল রোডের বাসিন্দা লাল মিয়া শেখের ছেলে মোঃ মাহাবুব আলম (৫৯), তার ছেলে ইমরান হোসেন (৩০) ও ইসলাম নগরের বাসিন্দা কাজী এনামুল হক কাজীর ছেলে মতিউল হক রাজীব (৪৪)। তাদের মধ্যে মাহবুব আলমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।
আহত ইমরান হোসেন জানিয়েছেন, জমি জবর দখলে বাঁধা দিতে তাদের পাশ্ববর্তী জমির মালিক ও বহিরাগত বক্কর (৫৫), রুবেল (৩৫), কাওসার (৪০) সহ আরো ১০ থেকে ১২ জন তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
ভুক্তভোগীর পরিবার জানায়, বাঁচার জন্য পুলিশকে বারবার ফোন দিলেও পুলিশ এগিয়ে আসেনি। পরে ৯৯৯ এ কল দিলে পুলিশ আসে এবং তাদের হাসপাতালে নিয়ে আসে।
এ বিষয়ে হরিণটানা থানার ওসি (তদন্ত) মোঃ মনিরুল ইসলাম বলেন, জমিজমা সংক্রান্ত বিষয়ে দু’গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরধরেই দু’গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখনো কেউ মামলা করেননি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ