নগরীতে চোলাই মদ, গাঁজা ও ইয়াবাসহ আটক ১০
দ. প্রতিবেদক
খুলনায় চোলাই মদ, গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ১০ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযানে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আটকরা হলেন- বাদশা খাঁন (৬০) আমির আলী (৩২), মোঃ সোহান (২১), মোঃ মাসুদ (২০), মোঃ ইব্রাহিম শেখ (৩৪), মোঃ রাকিব হোসেন বিপ্লব (২২), মোঃ নাসিম (৩০), মোসাঃ নাজমা বেগম পাখি (২৮), মোঃ জামাল শেখ (৩০) ও মোঃ আনোয়ার হোসেন (৬০)।
এসব মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং ৪২৫ গ্রাম গাঁজা, ২৭ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৯টি মাদক মামলা রুজু করা হয়েছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ