নগরীতে চোরাই মোটরসাইকেল ও মোবাইলসহ চারজন গ্রেফতার
দ: প্রতিবেদক
খুলনায় তিনটি চোরাই মোটরসাইকেল ও চারটি মোবাইলসহ চারজনকে গ্রেফতার করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ। গতকাল শুক্রবার রিমান্ডে থাকা আসামীদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের গ্রেফতার করা হয় এবং হেফাজত থেকে মালামাল উদ্ধার করা হয়।
সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোবাহান মোল্যা জানান, গত ২৭ অক্টোবরের সোনাডাঙ্গা মডেল থানার মামলা নম্বর ২২, ধারা ৪১৩ পেনাল কোড এর এজাহারনামীয় গ্রেফতারপূর্বক পুলিশ রিমান্ডে থাকা আসামি স্বাধীন, তালহা, আজগর হোসেনদের স্বীকারোক্তি ও নিজ হাতে বাহির করে দেয়া মোতাবেক শুক্রবার ভোরে অভিযান পরিচালনা করে একটি কালো জিক্সার, একটি ইয়ামাহা এফ জেড ও একটি স্টিকার মোটর সাইকেল উদ্ধার করা হয়। এসময় তাদের সহযোগী আলভী (২৩), তানভীর (২৩), মুশফিক (২৪), মিরাজ (২৩) দেরকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত হতে আরো চারটি বিভিন্ন ব্রান্ডের চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে তিনি জানান।