নগরীতে চাকুরী দেওয়ার নামে অর্থ আদায়, ভুয়া পুলিশ পরিদর্শক আটক
দ. প্রতিবেদক
খুলনায় পুলিশ বাহিনীতে চাকুরী দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগে একজন ভুয়া পুলিশ পরিদর্শককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৬)। আটক মোঃ নকিব তুষার হোসেন (৩৫) বাগেরহাট সদরের পিসি ডেমা গ্রামের নকিব নুর ইসলামের ছেলে। বর্তমানে তিনি সোনাডাঙ্গা থানাধীন সোনার বাংলা গলির বাসিন্দা।
র্যাব-৬ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে এএসপি মোঃ তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে র্যাব-৬, (স্পেশাল কোম্পানী) খুলনা এর একটি আভিযানিক দল সোনাডাঙ্গা থানার বাংলা বাজার শপিং মল এলাকায় পুলিশ ইন্সপেক্টর পরিচয় দিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে একজন ব্যক্তির নিকট হতে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন ও ৪টি সীমকার্ড উদ্ধার করা হয়।
এএসপি মোঃ তোফাজ্জল হোসেন জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন ধরে নিজেকে বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন পুলিশ ইন্সপেক্টর হিসেবে পরিচয় দিয়ে মানুষের সাথে বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে
প্রতারণা করে আসছে। সে ইতোপূর্বে বটিয়াঘাটার মোঃ পারভেজ সরদার (২৮) এর দোকানের কর্মচারী মোঃ শাহাবুর চৌধুরী (২২) কে পুলিশ কনস্টেবল পদে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১ লাখ ৭৫ হাজার টাকা ও যশোরের ওয়াসীম দাস (৪২) এর শ্যালককে বঙ্গভবনের অফিস সহকারী পদে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে তিন লাখ টাকা নেয়। পরবর্তীতে আটককৃত ভুয়া পুলিশ পরিদর্শক এর বিরুদ্ধে জনৈক মোঃ পারভেজ সরদার বাদী হয়ে র্যাবের সহযোগিতায় লবণচরা থানায় একটি মামলা দায়ের করেন।