নগরীতে চাঁদাবাজির অভিযোগে দুই পুলিশ সদস্যসহ আটক ৩
দ: প্রতিবেদক
নগরীতে ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায় ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দুই পুলিশ সদস্য তিনজনকে আটক করেছে সদর থানা পুলিশ। আটকরা হলেন টুটপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই সিফাতুলাহ, গলামারী পুলিশ বক্সে কমর্রত এএসআই মিরান ও ফাতেমা বেগম। গতকাল মঙ্গলবার রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, এএসআই সিফাতুলাহ, এএসআই মিরান ও ফাতেমা বেগম মিলে জনৈক ব্যবসায়ী সনজিত শীল এর নিকট দুই লক্ষ টাকা চাঁদা দাবি করেন। ব্যবসায়ী সাড়ে ২৭ হাজার টাকা দেওয়ার পরেও বাকি টাকা আদায়ের জন্য ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে উক্ত অভিযোগের সত্যতা পাওয়ায় ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুলনা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।