নগরীতে গ্রাম বাংলা ব্যাডমিন্টন টুর্নামেন্টে সাজ্জাদের দল চ্যাম্পিয়ন
খবর বিজ্ঞপ্তি
তৃতীয় গ্রাম বাংলা ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যা¤িপয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাজ্জাদের দল এবং আর রানার্সআপ হয়েছে ইয়াসের দল। গতকাল শনিবার নগরীর সোনাডাঙ্গা গ্রামীণ আবাসিকে (ওয়াসার সামনে) এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশ গ্রহন করে।
বিসমিল্লাহ প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কাজী এনায়েত হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সকলকে খেলাধুলায় আরো বেশি করে স¤পৃক্ত করার আহŸান জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন ষ্টেনো-টু-এসপি রফিকুল ইসলাম, প্রভাষক সিরাজুল ইসলাম, গ্রামীণ আবাসিক কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক মো. তারিকুল ইসলাম তারেক, মো. জিতু, মো. রিয়াদুল ইসলাম হৃদয়, মো. রাসেল হাওলাদার, মেহেদী হাসান মিলনসহ গ্রামীণ আবাসিকের গণ্যমান্য ব্যক্তিরা।