নগরীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা
দ: প্রতিবেদক
খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকায় গৃহবধূ আসমা নাসিরের (৪৩) ঝুলন্ত লাশ পাওয়া গেছে। তিনি ওই এলাকার নাসির হাওলাদারের স্ত্রী এবং মংলার শিল্পপতি আরজ আলীর কন্যা। তবে তার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। স্বামী দাবি করছেন তার স্ত্রী আত্মহত্যা করেছে। তবে নিহত মা, বোন ও দুই ভাই অভিযোগ করছেন তাকে হত্যা করা হয়েছে।
সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রোহিত কুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে খবর পান সোনাডাঙ্গা আবাসাসিক এলাকার ১নং ফেসের ১১নং রোড়ের ১৬২নং বাড়ীতে ঝুলন্ত লাশ পাওয়া গেছে। কিন্তু পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার আসমা নাসিরকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, আসামা নাসিরের পরিবারের পক্ষ হতে কোন অভিযোগ দেয়া হয়নি এবং ময়নাতদন্তর রিপোর্ট আসার পর ব্যবস্থা নেয়া হবে।
এদিকে নিহতের ভাই ও মংলা থেকে প্রকাশিত দৈনিক সুন্দরবন পত্রিকার সম্পাদক মো. হেমায়েত জানান, বুধবার রাতে তার বোন মার কাছে মোবাইল করে নির্যাতনের অভিযোগ করেছিল।
তিনি দাবি করেন, সকালে নাসির তার বোনকে হত্যা করে পর মংলা যায় এবং মংলা থেকে ফিরে এসে লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। নাসির হাওলাদার তার বোনের জমি-জমা লিখে নিয়েছে বলে তিনি দাবি করেন।