নগরীতে গৃহকর্মীকে ধর্ষণের চেষ্টা, ৫ আসামি গ্রেফতার
দ: প্রতিবেদক
খুলনায় গৃহকর্মীকে ধর্ষণের চেষ্টা চালানোয় ৫ বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার রাতে নগরীর সোনাডাঙ্গা থানার আলীর ক্লাব সংলগ্ন দারুন আমান মহলায় এ ঘটনা ঘটে। ওই গৃহকর্মীর চিৎকারে আশপাশের বাসিন্দারা এসে তাকে উদ্ধার করে।
এ ঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা করেন। রাতেই পুলিশ ওই ৫ বখাটেকে গ্রেফতার করেছে। গ্রেফতার আসামিরা হলো দারুন আমান মহলার সরোয়ার, জুয়েল ওরফে কালু, মনির সরদার, মাসুদ রানা, জাহিদুল হাওলাদার। বখাটেদের ওপর সহযোগি মিলন পলাতক রয়েছে।
নগরীর সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত দাস জানান, ভুক্তভোগী নারী দারুল আমান মহলার একটি বাড়িতে ভাড়া থাকতেন। স¤প্রতি তিনি খুলনায় এসে আশপাশের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। রোববার রাতে ওই বখাটেরা জোর করে ওই নারীর কক্ষে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের বাসিন্দারা এসে তাকে উদ্ধার করে। এ সময় বখাটেরা পালিয়ে যায়। পরে ওই নারীর স্বীকারোক্তি নিয়ে পুলিশ অভিযান শুরু করে। ধর্ষণ চেষ্টায় জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।