নগরীতে খেজুরের রস কিনে ফেরার পথে ট্রাকচাপায় দুইজনের মৃত্যু
দ. প্রতিবেদক
খুলনায় খেজুরের রস কিনে ফেরার পথে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, নতুন একটি ডিসকভারি মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে খুলনার দিকে আসছিলেন দুই আরোহী। মোটরসাইকেলটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সিকদার পেট্রোল পাম্পের পশ্চিমে সাতক্ষীরা লাইন কাউন্টারের সামনে পৌঁছালে সাতক্ষীরাগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দু’জন মারা যান। তাদের সঙ্গে বোতলে রাখা খেজুরের রস ছিল। ট্রাকের চাপায় মরদেহ দু’টির চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাদের চেনা যাচ্ছে না।
তবে একাধিক সূত্র জানায়, খেজুরের রস কিনে তারা বাসার দিকে ফিরছিলেন। তারা দুজনে প্রতিবেশী। নিহতদের মধ্যে একজনের নাম পাখি। তিনি নগরীর বাগমারা প্রাইমারি স্কুলের পাশের বাসিন্দা এবং নিরালা মসজিদের পাশে তার লন্ড্রি দোকান আছে। অপরজন আশিক, তিনি মাদ্রাসায় ৯ম শ্রেণিতে পড়েন। তারা বাসা নিরালা মসজিদের পাশে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ