নগরীতে ক্যারিয়ার এন্ড ডিবেট স্কুলিং প্রোগ্রাম উদ্বোধন
যুক্তির সৌন্দর্য ছড়িয়ে দিতে খুলনায় কাজ করে চলেছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন (এনডিএফ বিডি) খুলনা অঞ্চল। তারই ধারাবাহিকতায় গত রবিবার সকাল ৯টায় সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ‘ক্যারিয়ার এন্ড ডিবেট স্কুলিং প্রোগ্রাম’ উদ্বোধন করা হয়। বিগত বছরগুলোতে একাধিক বিতর্ক অনুরাগী শিক্ষার্থীদের নিয়ে দু’টি স্কুলিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্ররধা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর টি এম জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর ডিবি’র এডিসি এম কামরুল ইসলাম পিপিএম, দৈনিক চিফ রিপোর্টার পূর্বাঞ্চলের অমিয় কান্তি পাল, জাহাঙ্গীর আলম, ক্যারিয়ার ডিবেট স্কুলিংয়ের দায়িত্বপ্রাপ্ত রেক্টর এম কবির আহমেদ, উপদেষ্টা ইরানী বেগম, আফরোজা শারমিন, সভাপতিত্ব করেন এনডিএফ বিডি খুলনার মডারেটর তাকদীরুল গণী। উক্ত উদ্বোধনী পর্বের মধ্যে দিয়েই স্কুলিং এ বিভিন্ন ধরনের বিতর্ক, পাবলিক স্পিকিং, ক্যারিয়ার পরিকল্পনাসহ নানা বিষয়ভিত্তিক ক্লাসের মাধ্যমে চলবে তিনমাস ব্যাপী এই কর্মশালা।