নগরীতে কুকুরের প্রতিষেধক টিকদান কার্যক্রম শুরু আজ
দ: প্রতিবেদক
খুলনা মহানগরী এলাকায় কুকুরের টিকাদান (জলাতঙ্ক প্রতিষেধক) কর্মসূচী শুরু হচ্ছে। খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে আজ মঙ্গলবার থেকে একযোগে এ কর্মসূচী শুরু করা হবে। ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মুলের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশজুড়ে ৫ দিন ব্যাপী এ কর্মসূচী বাস্তবায়ন করছে।
কর্মসূচী সফল করতে গতকাল সোমবার সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কেসিসি’র ভেটেরিনারী বিভাগের তত্ত¡াবধানে অনুষ্ঠিত কর্মশালায় কেসিসি’র টিকাদারসহ প্রাণিসম্পদ বিভাগের কর্মী ও কুকুর ধরা কাজে দক্ষতাসম্পন্ন ব্যক্তিগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) পলাশ কান্তি বালা এবং প্রশিক্ষণ প্রদান করেন কেসিসি’র ভেটেরিনারী অফিসার ডা. মো: রেজাউল করিম ও মাস ডগ ভ্যাক্সিনেশন এক্সপার্ট ডা. মো: কামরুল ইসলাম।