নগরীতে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
দ. প্রতিবেদক
নগরীর পশ্চিম টুটপাড়ার কলির বস্তি এলাকায় সাদিয়া (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সাদিয়া সাদিয়া স্থানীয় ভাড়াটিয়া ছগির এর মেয়ে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বাবা-মা বাড়িতে না থাকায় খুলনা সরকারি পাইওনিয়র কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী সাদিয়া (১৯) দুপুর ১টার দিকে একাই ছিলো। সাদিয়ার মা কাজ থেকে এসে ভিতর থেকে দরজা বন্ধ পেয়ে অনেক ডাকাডাকি করে। পরে কোন সাড়া শব্দ না পেয়ে এলাকাবাসীকে নিয়ে দরজা ভাঙলে সাদিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সাথে সাথে তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যপারে থানায় কোন মামলা হয়নি।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ