April 26, 2025
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

নগরীতে কর্মহীনদের মাঝে কেসিসি’র ত্রাণসামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃহস্পতিবার কেসিসি’র ছয়টি ওয়ার্ডে করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায়, দুস্থ ও নিম্নআয়ের শ্রমজীবীদের মাঝে জনপ্রতি সাত কেজি চাল এবং সবজি ক্রয়ের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়।
নগরীর ২৬, ২০, ২৫, ৩০, ১৬, ও ২৮ নম্বর ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে চারশত ২৮ জন হিসেবে মোট দুই হাজার পাঁচশত ৬৮ জনের মাঝে এই খাদ্যসহায়তা বিতরণ করা হয়। বিকালে নগরীর ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্ত্বরে কেসিসি’র প্যানেল মেয়র-২ মোঃ আলী আকবর টিপু ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খাদ্যসামগ্রী বিতরণে ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসএম মোজাফ্ফর রশিদী রেজা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী রায়হান ফরিদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, কেসিসি’র সংরক্ষিত মহিলা কাউন্সিলর রেকসনা কালাম লিলিসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *