December 26, 2024
আঞ্চলিক

নগরীতে কবি নজরুল স্মরণে দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত

 

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে নগরীতে দ্বিতীয় ‘নজরুল সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ খুলনার উদ্যোগে শুক্রবার বিকেল ৫টায় নগরীর শহীদ হাদিসপার্কে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। নজরুল সঙ্গীত শিল্প পরিষদের সভাপতি গনেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। অনুষ্ঠানে আলোচক হিসেবে আলোচনা করেন উপসচিব ও নজরুল গবেষক মোঃ জেহাদ উদ্দিন। সম্মেলনের প্রথম পর্বের বেলুন উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। এরপর দ্বিতীয় পর্বে প্রকাশিত স্মরণীকার মোড়ক উন্মেচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মোঃ মঞ্জুর আলম নিশান, বিশিষ্ট শিক্ষাবিদ অসিত বরণ ঘোষ। অনুষ্ঠান পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক সুবীর বসু।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শাহানা সুলতানা বিউটি, প্রশান্ত কুমার রায়, অভিমন্যু কুমার মন্ডল, লিটন কুমার ঢালী, বেবী সরকার, বনানী ঘোষ, ঐন্দ্রিলা বাধন, সমরেশ মম, অনন্যা রায়, শর্বরী মন্ডল, পঙ্কজ বিশ্বাস, অখিল দেবনাথ, ভক্তি দেবনাথ, রবীন্দ্রনাথ, রাইকৃষ্ণ দাস, পিন্টু রঞ্জন দাস, রূপা সাহা, শ্যামা দে, ঋতুপর্না দাস, তিন্নি মন্ডল, তাহমিনা জেসমিন, সুবীর বসু, গণেশ চন্দ্র মন্ডল প্রমুখ।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *