নগরীতে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
পানি, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নগরীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা ও মহানগর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহীদ হাদিস পার্কের সামনে সমাবেশ করেছে দলটি।
দলের জেলা সভাপতি অ্যাডভোকেট মিনা মিজানুর রহমানের সভাপতিত্বে ও নগর সভাপতি শেখ মফিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় সদস্য দীপংকর সাহা দিপু, জেলা সাধারণ সম্পাদক আনসার আলী মোল্লা, মনিরুজ্জামান, খলিলুর রহমান, আব্দুল হামিদ মোড়ল, আব্দুস সাত্তার মোল্লা, নারায়ন চন্দ্র সাহা, আমিরুল ইসলাম, আরিফুজ্জামান বাবলু, বাবুল আখতার, মনির হোসেন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, নারী নেত্রী লাকী বেগম, আবুল বাশার, যুবনেতা মত্যুঞ্জয় সরদার প্রমুখ।
সমাবেশে ওয়ার্কার্স পার্টির নেতারা খুলনার আলিম জুটমিলে মজুরি কমিশন অনুযায়ী শ্রমিকদের মজুরি প্রদান, পাটকলগুলোর আধুনিককরণ, করোনা ভাইরাব প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, মুনাফাখোরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।